হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজার আল-মোহামেদানি হাসপাতালে দখলদার ইহুদিবাদী সরকারের বর্বরোচিত হামলার পর মধ্যরাত থেকে ইরানে জনবিক্ষোভ ও বিক্ষোভের ধারা শুরু হয়েছে এবং তেহরান ও কুমসহ ইরানের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে এসেছে।
মানুষ আল্লাহু আকবর, ইসরাইল মুর্দাবাদ,আমরিকা মুর্দাবাদ, ফিলিস্তিন দীর্ঘজীবী ও অবিচলিত ফ্রন্ট লাইভ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইরানের পরিবেশ। বিক্ষোভকারীরা ইসরাইলের সাথে যুদ্ধের স্লোগান দিচ্ছিল।
বিক্ষোভকারীদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার ছিল, যাতে গাজার নিরীহ ও নির্যাতিত শিশু, নারী ও জনগণের পক্ষে স্লোগান লেখা ছিল।খুজেস্তান প্রদেশের আহভাজ শহরে মঙ্গলবার সন্ধ্যায় রাস্তায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনি জনগণ এবং ইসরাইলিদের প্রতিরক্ষা অপরাধের নিন্দা করা হয়।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার গাজার হাসপাতালে দখলকারী ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নৃশংস হামলা এবং নিপীড়িত জনগণের গণহত্যা এবং শত শত নিরীহ পুরুষ, নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা করেছে।
আর বুধবার দেশজুড়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে।অন্যদিকে গাজার আল-মামদানি হাসপাতালে দখলদার ইহুদিবাদী সরকারের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেন, তুরস্ক, কাতার, পাকিস্তান ও মিশরসহ অনেক দেশ। , অন্যদিকে তুরস্ক ও ইয়েমেনের জনগণও বিক্ষোভ করেছে।
ফিলিস্তিনিদের সমর্থন এবং ইসরাইল ও আমেরিকার প্রতি ঘৃণা প্রকাশ করতে আজ সকাল দশটায় ইরানের ছোট-বড় সব শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়।